Header Ads

About

আমি মোঃ রাজিবুল ইসলাম। বই পড়তে ভাললাগা আর সেই বইগুলোর ভাললাগা বা খারাপ লাগা অনুভূতিগুলো ভাগাভাগি করতে এই ব্লগ চালু করেছি। বই মানুষকে ভাবতে শেখায়, খুলে দেয় মনের অজস্র জানালা। কিন্তু অতি আধুনিকতার ছোয়ায় আমরা হারিয়ে ফেলছি এই অভ্যাস। সাথে হারিয়ে যাচ্ছে কল্পনা শক্তি। নীল পর্দায় তাকিয়ে থাকতে থাকতে জীবনটাও যন্ত্রের পর্যায়ে চলে যাচ্ছে। আমার ক্ষেত্রেও একই উক্তি প্রযোজ্য। শত ব্যস্ততার মাঝে যখন বই পড়া হচ্ছে না, তখন ঠিক করলাম বই পড়াকে দায়িত্বে রুপান্তর প্রয়োজন। সেই কৃত্রিম দায়িত্ব তৈরিতে ব্লগ খুলে ফেললাম, যেখানে কি না আমি বই সম্পর্কে লিখব। লিখার আরেকটি কারণ হলো, আজকাল চলচ্চিত্র দেখতে গেলে তার সাজেশনের অভাব থাকে না; কত সাইট, কত ভিডিও। যত বিড়ম্বনা এই বিয়ের বেলায়ই; হ্যাঁ নতুন কিছু ইউটিউব চ্যানেল বই রিভিউ নিয়ে কাজ করছে, কিন্তু আমি চাচ্ছিলাম এর একটি লেখ্যরুপ। তারই ফলাফল হচ্ছে এইটি। যেখানেই থাকেন, আর যেভাবেই থাকেন; কিনেই হোক বা ধার করেই হোক কিংবা পিডিএফই হোক; বই পড়ুন। এখানে থেকে অনুপ্রাণিত হয়ে যদি কোন একজনও পাঠক তৈরী হয়, সেখানেই এই স্বার্থকতা।
Powered by Blogger.