Header Ads

পথের কাঁটা (ব্যোমকেশ বক্সী)

পথের কাঁটা (ব্যোমকেশ বক্সী)  (১৯৩৪); শরদিন্দু বন্দ্যোপাধ্যায়: ৭.৪


ব্যোমকেশ বক্সী’র বই আগে পড়া হয়নি। তবে চলচ্চিত্র বা সিরিজের কল্যানে অনেক গল্পই জানা ছিল। তারপরও বইতি পড়ার পর একটা অন্যতম উপলব্ধি হচ্ছে কোন পরিচালকের কাজ দেখার জন্যই চলচ্চিত্র দেখা উচিত; আর গল্পকার বা গল্পের সৌন্দর্য দেখতে বইয়ের কোন বিকল্প নাই।
অভিনব পদ্ধতিতে গ্রামো ফোনের পিন দিয়ে শহরে খুন শুরু হয়। পুলিশ যখন কোন কিনাড়া করতে পারতেছিল না তখন খুনির কবল থেকে বেচে যাওয়া আশুতোষ মিত্র আসে সাহায্যের জন্য। ব্যোমকেশ পুরো ঘটনাটায় আগ্রহী হলেও কোন সূত্র ব্যাতীত আগাতে পারছিল না। শেষ্মেষ তার কাছে সূত্র হয়েই আসে আশুতোশ মিত্র। তারপর এগোতে থাকে ঘটনাক্রম।
অল্প কিছু চরিত্রে কারণের আপনি হয়ত খুনিকে খুব সহজেই ধরে ফেলবেন। এরপরও অজিতের ভাষায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখন কৌশলে আপনি প্রতি পাতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবেন। 
 


মোঃ রাজিবুল ইসলাম
কনীনিকা কুঞ্জ, নারুলী।।


No comments

Powered by Blogger.