Header Ads

অচিনপুর

অচিনপুর (১৯৭৫); হুমায়ূন আহমেদ : ৯.০

হুমায়ূন আহমদের লেখক সত্ত্বাকে বুঝতে যে কয়টি বই আপনাকে পড়তেই হবে তার মধ্যে এটি অন্যতম। তার লিখিত ৩য় ও প্রকাশিত ৫ম উপন্যাস এটি। উপন্যাসটি নাকি তিনি সন্ধ্যা ছয়টায় লিখতে বসেন এবং একটা ভোর ছয়টা পর্যন্ত লিখে শেষ করেন। এভাবেই জন্ম হয় আরেক মাস্টারপিসের।

গল্পের মূল চরিত্র রঞ্জু তার ভাষায় তার ছোটবেলা থেকে তার বেড়ে ওঠার গল্প শুনিয়ে গেছে। সে দেখিয়েছে তার সেই ছোটবেলার দুঃখগুলো কিভাবে যেন সুখের স্মৃতিতে পরিণত হয়েছে। গল্পের অন্যতম চরিত্র তার বড় মামার বউ লাল বউ/লাল মামি। গ্রামের অনেকগুলো চরিত্রকে তিনি সাবলীলভাবে তুলে এনেছেন। রঞ্জুর সাথে বেড়ে ওঠা তার ছোট মামা, তার বড় ভাইয়ের বউ (লাল বউ) এর প্রেমে পড়েন। গল্প তার ছন্দেই নানা রঙ মেখে এগোতে থাকে। মাথা উঁচু করে চলা এক পরিবার মাথা নুইয়ে ফেলে, পরিবারটি হয়ে যায় কোন এক অচিনপুর। যে অচিনপুরে থাকি আমি, আপনি আর আমরা সবাই। বইটা পড়ার পড়ও মনের কোন এক পাশে তার রেশ থেকে যাবে কারণ গল্পটা যেভাবে শুরু হয় ঠিক তেমন একটা দৃশ্যপট দিয়ে লেখক তা শেষ করেন। এরপর হয়ত ভাববেন ৪৭ পৃষ্ঠা কেন ১৪৭ হলো না!


মোঃ রাজিবুল ইসলাম
কনীনিকা কুঞ্জ, নারুলী।।

No comments

Powered by Blogger.