Header Ads

ম্যাজিক মুনশি


ম্যাজিক মুনশি (২০১০); হুমায়ূন আহমেদ : ৭.৪

ঘেটুপুত্র কমলার শুটিং স্পট দেখতে সুনামগঞ্জ গিয়েছিলেন হুমায়ূন আহমেদ। আর সেই ভ্রমনকাহিনীই লিখেছেন  ম্যাজিক মুনশি বইটিতে। ভূমিকাতে বইটা আসলেই কোন উপন্যাস কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে লেখক। বেশি লিখতে গিয়ে, লেখক তার জীবনের কোন ঘটনাকে ছাড় দেন নি; যেমনঃ শঙ্খনীল কারাগার উপন্যাস লিখলেন, তা দিয়ে আবার সিনামা বানালেন, সেই সিনামা আবার কেমনে বানালেন তা নিয়ে বই লিখলেন। একটা জিনিসকেই তিনি আমাদের তিনভাবে দিলেন!
বইয়ের নাম শুনেই বোঝা যাচ্ছে ম্যাজিক নিয়ে একটা বই। লেখক সুনামগঞ্জ যাবার পথে ঝড়ের কবলে পড়েন। সেখানে তাদের লঞ্চ যে গ্রামে থামে, সেখানকার অদ্ভুত এক ম্যাজিশিয়ানের সাথে তার দেখা হয় এবং এই ঘটনার পাশাপাশি ম্যাজকের আদি-অন্ত নিয়ে একটু কাটাছেড়া করেছেন। দেশি বিদেশি নামকরা কিছু ম্যাজিশিয়ানের কথা তুলে এনেছেন। ম্যাজিক নিয়ে তার অভিজ্ঞতা ও কাজকর্মের কথাও বলেছেন, বলেছেন ম্যাজিকের কিছু গোপন ট্রিক্সের কথা। অন্যদিকে, ব্ল্যাক ম্যাজিকের দিকেও আলোকপাত করেছেন লেখক। আর কিছু ব্ল্যাক ম্যাজিকের পদ্ধতি বলে দিয়েছেন বইটিতে, যদিও তিনি এসব করতে মানা করেছেন শুরুতেই। আর শেষ অংশে তারাশঙ্করের “ডাইনী” গল্পটি দিয়ে বই শেষ করেছেন।
যদি ম্যাজিক নিয়ে আগ্রহ থাকে, সেক্ষেত্রে পড়ার মতো একটা বই। তবে আর পাঁচটা উপন্যাসের মতো ভেবে না পড়াই ভালো।


মোঃ রাজিবুল ইসলাম
কনীনিকা কুঞ্জ, নারুলী।।


No comments

Powered by Blogger.