Header Ads

অরক্ষণীয়া

অরক্ষণীয়া (১৯১৬); শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: .
অরক্ষণীয়া অর্থ্যাৎ "বয়স্কা কন্যা যাহার বিবাহ না দিয়া ঘরে রাখা যায় না" এমন এক মেয়েকে নিয়ে আবর্তিত গল্পটি। তৎকালীন সমাজ সংস্কারের জন্য আর পরবর্তীতে সেসময়ের সাক্ষী হিসেবে যে কয়টি লেখা রয়েছে তার মধ্যে অরক্ষনীয়া অন্যতম। গোঁড়া হিন্দু সমাজব্যাবস্থার বিরুদ্ধে তার অবস্থানের কথা জানান দিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন উপন্যাসটি।
১৩ বছরের শ্যামবর্ণ জ্ঞানদা মেয়েটিই এই গল্পের নায়িকা, যাকে তার সমাজ বোঝা মনে করে বিয়ে না হওয়ার জন্য। কিন্তু শ্যামবর্নের কারণে কেউ তার দায়ভার নিতেও রাজি না। লেখক তার এই অপবাদকে ঢাকতে বলেছেন, ভোমরাও কালো, কোকিলও কালো- তাদের কি আদর হয় না? কিন্তু তাতে কি, বাবা মরা এই মেয়ে আর দুর্গামনির অসহায়ত্ব খুব পরিপাটিভাবে তুলে এনেছেন। পাশাপাশি দেখিয়েছেন অতুল নামের পুরুষদের নির্মম ব্যবহার। সমাজের কঠিন অনুশাসন, উৎপীড়ন এবং পরিবারটির নির্দয় পরিস্থিতির কথা পড়তে গিয়ে হঠাৎ আপনার নিজেকেই অসহায় মনে হবে।


মোঃ রাজিবুল ইসলাম
কনীনিকা কুঞ্জ, নারুলী।




No comments

Powered by Blogger.