Header Ads

অর্ধবৃত্ত

অর্ধবৃত্ত (২০২০); সাদাত হোসাইন: ৭.৪

সমসাময়িক উপন্যাসিক সাদাত হোসাইন; যিনি বই লেখেন গল্প বলার তীব্র আগ্রহ থেকে। “অর্ধবৃত্ত” বইটিতে তিনি অনেকগুলো সম্পর্ক নিয়ে কাটাকুটু করেছেন। আফজাল আহমেদ ও মছিদা বেগমের পুরো পরিবারের গল্প এটি, তবুও মুনিয়া নামের চরিত্রটির বিস্তৃতিই বেশি। লেখক মানুষের জীবন চক্রকে, চাওয়া পাওয়াকে পূর্ণ করে বৃত্ত বানাতে দেয়নি, অপূর্ণতা দিয়ে সেগুলোকে অর্ধবৃত্ত করে রেখেছেন; যা সবার জীবনেরই একটি মৌলিক সত্য। বিষয়টাকে ঘিরেই তিনি তিনি গল্প বলে গেছেন, রক্ষা করেছেন নামকরনের স্বার্থকতা।
তবে গল্পটাকে তিনি আজানা কোন কারণে টেনে অনেকটা বড় করেছেন। এতগুলো চরিত্রের ক্রমবিন্যাসেও খামতি পাওয়া যায়। শুরুর নাবিলা চরিত্রটি হঠাৎই হারিয়ে যায়, ফিরে আসে অনেক পরে। পুরোটা জুরে ঘটনাক্রম খুব একটা সাজানো মনে হয় না। এছাড়াও পরিবারটির অপূর্ণতা, সমস্যা তিনি বইয়ের শেষ অংশে রেখে দিয়েছেন। সবার জীবনের পূর্ণ হতে চলা বৃত্তগুলোকে তিনি একত্রে অর্ধবৃত্ত বানিয়েছেন।
পরিশেষে তার কবিতাগুলো গল্পের সৌন্দর্য অনেকটাই বাড়িয়েছে। সম্পর্কের অসম আর অবাধ বিচরণের পাশাপাশি মন আর শরীর নিয়ে তার দর্শন পাঠককে অবশ্যই ভাবিয়ে তুলবে।

মোঃ রাজিবুল ইসলাম
কনীনিকা কুঞ্জ, নারুলী।।



No comments

Powered by Blogger.